আমি কত নির্বিকার!
এসব এখন আর আমার হৃদয় নাড়া দেয়না।একদম ই ভয় পাইনা আমি।
অনুভূতিহীন নিঃস্পন্দন সময় বয়ে বেড়াই আজকাল।
তুই তো জানিস,
এরকম কাল বৈশাখী সাথে নিয়েই জন্ম আমার এ ধরায়।
হাটি হাটি পা পা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমি,এরকম দৃশ্য খুব পরিচিত লাগে।
যাক সে কথা অনেক দিন ই তোর খবর নেই না।
ভালো আছিস তো?
খুব স্বার্থপর এর মতন আমি তোকে ভুলে যাচ্ছি তাই না?
অথচ হাজার অপরিচিত লোকের ভিড়ে অতি চেনা মুখটি যখন নিজেকে লুকিয়ে ফেলে তখন তুই ই আমার বিশ্বস্ত সাথী।
জলের মতন আমি তোকে আকৃতি দিতে পারি,যখন যা ইচ্ছে হয়।
তোর আমার মাঝে কোনো প্রতিশ্রুতি দেয়া নেয়ার কিছু নেই।
তুই বলেছিলি না?
যারা প্রতিশ্রুতি দেয় তারা প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্যেই দেয়।
সত্যিই তো তাই,তাই না?
থাক, আর কিছু বলবো না।
ভালো থাকিস,গাছের ডালে গজানো কচি পাতার মতন, ভালো রাখিস সবাইকে,সব্বাই কে.........
0 মন্তব্যসমূহ