contact us

১। লেখা পাঠানোর ঠিকানাঃ alimransikder432@gmail.com
২। নিজের লেখা ছড়া, কবিতা, গল্প, ভ্রমন কাহিনী, অভিজ্ঞতা ইত্যাদি পাঠানো যাবে এবং মান-সম্মত হলে তা প্রকাশ করা হবে।
৩। লেখার উপরে অবশ্যই বিভাগ (ছড়া/কবিতা/গল্প) লিখতে হবে।
৪। অবশ্যই লেখার শিরোনাম এবং লেখকের নাম থাকতে হবে।
৫। কোন অবস্থাতেই অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়া যাবেনা। কপি পেস্ট গ্রহনযোগ্য নয়। প্রয়োজনে রেফারেন্স হিসেবে অন্যের লেখা ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই উৎস উল্লেখ করতে হবে।
৬। লেখা অবশ্যই বাংলায় হতে হবে। নির্ভূল হতে হবে।
৭। যে কোন লেখা-ই হোক না কেন, তা অবশ্যই ইউনিকোডে (যেমন-অভ্র) টাইপ করে উপরোক্ত ঠিকানায় মেইল করে পাঠাতে হবে।
৮। ধর্মীয় উষ্কানিমূলক ও সাম্প্রদায়ীক সম্পৃতি বিনষ্টকারী কোন লেখা পাঠানো যাবে না এবং তা পোষ্ট করা হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ