কতো কি ঘটে চলেছে এই এক ঘন্টায়...........
রাতের পর আবার দিন আসে। ঘড়িতে সেকেন্ডের কাঁটা টিক টিক করে ৬০ বার নড়ার পর হয় ১ মিনিট। মিনিটের কাঁটা টিক টিক করে ৬০ বার নড়ার পর হয় ১ ঘন্টা। এই একটি ঘন্টায় ঘটে যায় অনেক কিছু, অনেক ঘটনা। এখানে কিছু ঘটনার কথা উল্লেখ করা হলো-সৌরজগতে এক ঘন্টাসৌর পরিমন্ডলে
বুধ পরিভ্রমণ করে ১৭২৮০০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
শুক্র পরিভ্রমণ করে ১২৬৭২০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
পৃথিবী পরিভ্রমণ করে ১০৫৬০০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
মঙ্গল পরিভ্রমণ করে ১২৬৮৭৮ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
শনি পরিভ্রমণ করে ৩৪৫৬০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
ইউরেনাস পরিভ্রমণ করে ২৪৪৮০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
সূর্যে
সূর্য শক্তি বিকিরণ করে হারায় ৩৬০ কোটি টন ওজন।
আলো পরিভ্রমণ করে ১০৮ কোটি কিলোমিটার পথ।
পৃথিবীতে
প্রায় ৮৩ টন মহাজাগতিক ধূলিকণা পতিত হয় পৃথিবীর বুকে।
গড়ে ১২০০০ শিশুর জন্ম হয়। এর মধ্যে শুধু চীনেই জন্ম হয় ২০০ জনের।
পৃথিবীর জাহাজসমূহ পরিভ্রমণ করে ৯৬ লক্ষ কিলোমিটার জলপথ।
পৃথিবীর বিমানসমূহ পরিভ্রমণ করে ১ কোটি ৭৬ লক্ষ কিলোমিটার আকাশপথ।
কমপক্ষে ৩ বার মৃদু ভুকম্পন হয়।
বজ্রপাতে কমপক্ষে একজন লোক মারা যায় এবং একটি বাড়ি ধ্বংস হয়।
গড়ে ৩টি খুন সংঘটিত হয়।
গড়ে ১৫০টি ডাকাতি ও লুন্ঠনকার্য সংঘটিত হয়।
গড়ে ২০০০ দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
গড়ে ১৩০০ দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়।
মানবদেহে
একজন মানুষ কমপক্ষে ২৫০০ শব্দ উচ্চারণ করে।
চোখের পাতা ৫০০ বার পড়ে অর্থ্যাৎ খোলে আর বন্ধ হয়।
হৃৎপিন্ড প্রায় ২ টন রক্ত পাম্প করে।
আঙুলের নখ এক সেন্টিমিটারের ১২৯ ভাগের ১ ভাগ বৃদ্ধি পায়।
দেহ যে পরিমাণ তাপ বিমুক্ত করে, তা দিয়ে ২ পাইন্ট জল গরম করা যায়।
বৃক্ক বা কিডনি প্রায় ৮.৩ লিটার রক্ত পরিষ্কার করে।
নাড়ি স্পন্দন করে ৪৩০০ থেকে ৪৫০০ বার।
স্নায়ুতন্ত্রের মাধ্যমে তথ্য পরিবাহিত হয় গড়ে প্রায় ২৮৯.৬৮ কিলোমিটার গতিতে।
প্রাণিজগতে
একটি শামুক ৪.২৫ মিটার পথ অতিক্রম করে।
সুইফট পাখি প্রায় ১৭০ কিলোমিটার আকাশপথ অতিক্রম করে।
হাতির নাড়ি স্পন্দন করে ১৫০০ বার।
বাবুই পাখির নাড়ি স্পন্দন করে ১২০০০ বার।
এভাবেই চলছে পৃথিবী। প্রবহমান নদীর মতোই বয়ে চলে সময়, অবিরাম।
তাই প্রত্যেক সেকেন্ড সময়কে কাজে লাগাও।।
তাইলে সাফল্য অনিবার্য।।।
বুধ পরিভ্রমণ করে ১৭২৮০০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
শুক্র পরিভ্রমণ করে ১২৬৭২০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
পৃথিবী পরিভ্রমণ করে ১০৫৬০০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
মঙ্গল পরিভ্রমণ করে ১২৬৮৭৮ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
শনি পরিভ্রমণ করে ৩৪৫৬০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
ইউরেনাস পরিভ্রমণ করে ২৪৪৮০ কিলোমিটার পথ, তার কক্ষপথে।
সূর্যে
সূর্য শক্তি বিকিরণ করে হারায় ৩৬০ কোটি টন ওজন।
আলো পরিভ্রমণ করে ১০৮ কোটি কিলোমিটার পথ।
পৃথিবীতে
প্রায় ৮৩ টন মহাজাগতিক ধূলিকণা পতিত হয় পৃথিবীর বুকে।
গড়ে ১২০০০ শিশুর জন্ম হয়। এর মধ্যে শুধু চীনেই জন্ম হয় ২০০ জনের।
পৃথিবীর জাহাজসমূহ পরিভ্রমণ করে ৯৬ লক্ষ কিলোমিটার জলপথ।
পৃথিবীর বিমানসমূহ পরিভ্রমণ করে ১ কোটি ৭৬ লক্ষ কিলোমিটার আকাশপথ।
কমপক্ষে ৩ বার মৃদু ভুকম্পন হয়।
বজ্রপাতে কমপক্ষে একজন লোক মারা যায় এবং একটি বাড়ি ধ্বংস হয়।
গড়ে ৩টি খুন সংঘটিত হয়।
গড়ে ১৫০টি ডাকাতি ও লুন্ঠনকার্য সংঘটিত হয়।
গড়ে ২০০০ দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
গড়ে ১৩০০ দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়।
মানবদেহে
একজন মানুষ কমপক্ষে ২৫০০ শব্দ উচ্চারণ করে।
চোখের পাতা ৫০০ বার পড়ে অর্থ্যাৎ খোলে আর বন্ধ হয়।
হৃৎপিন্ড প্রায় ২ টন রক্ত পাম্প করে।
আঙুলের নখ এক সেন্টিমিটারের ১২৯ ভাগের ১ ভাগ বৃদ্ধি পায়।
দেহ যে পরিমাণ তাপ বিমুক্ত করে, তা দিয়ে ২ পাইন্ট জল গরম করা যায়।
বৃক্ক বা কিডনি প্রায় ৮.৩ লিটার রক্ত পরিষ্কার করে।
নাড়ি স্পন্দন করে ৪৩০০ থেকে ৪৫০০ বার।
স্নায়ুতন্ত্রের মাধ্যমে তথ্য পরিবাহিত হয় গড়ে প্রায় ২৮৯.৬৮ কিলোমিটার গতিতে।
প্রাণিজগতে
একটি শামুক ৪.২৫ মিটার পথ অতিক্রম করে।
সুইফট পাখি প্রায় ১৭০ কিলোমিটার আকাশপথ অতিক্রম করে।
হাতির নাড়ি স্পন্দন করে ১৫০০ বার।
বাবুই পাখির নাড়ি স্পন্দন করে ১২০০০ বার।
এভাবেই চলছে পৃথিবী। প্রবহমান নদীর মতোই বয়ে চলে সময়, অবিরাম।
তাই প্রত্যেক সেকেন্ড সময়কে কাজে লাগাও।।
তাইলে সাফল্য অনিবার্য।।।
0 মন্তব্যসমূহ