কলম যুদ্ধ


   
Shaha Alam Parvej
August 2 at 10:20 AM
 
কলম যুদ্ধ
শাহ্ আলম পারভেজ
০২/০৮/২০১৮ইং

কলম তুমি যুদ্ধ করো
ন্যায়ের পথে চলো
সর্বশক্তি বিধান লিখো
শান্তির কথা বলো।

কামান রাইফেল মারণাস্ত্র
সভ্যতা বিলিনে ভয়,
জগৎ ধর্ম সত্য সঞ্চার
কলমে করো জয়।

বিশ্ব মাঝে শান্তি আনো
জ্ঞানের আবিস্কার,
কলম যোদ্ধা অবিরাম লিখে
প্রতিভার বিস্তার ।

সত্যের পথে লিখে মহৎ
বিভেদের প্রতিকার,
ন্যায় অন্যায় বিচারে কলম
সকলের অধিকার।

পাক-পবিত্র কালাম কলম
সৃষ্টি অনন্তকাল,
জীবন তরী ডুবে যায় তবু
মাস্তুলে উড়ে পাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ