ধূলিপড়া পত্র
হোসাইন উচ্ছাস
হোসাইন উচ্ছাস
একগুচ্ছ ধূলিপড়া পত্র- অবারিত স্মৃতি,
শূন্যতার হাহাকার একটু একটু করে কুড়ে কুড়ে খায়।
বয়ে চলছে অবারিত ধারা- নিথর প্রাণ।
আজন্ম পথ হাটছি তোমার পথে,
ধ্রুবতারার নিস্পন্দিত বিদ্ধ পরাজিত বেশে।
ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি চোখে রক্তিম আলো জ্বেলে।
ভেসে যাচ্ছি, অপরিশোধ্য প্রেমের অবতারণায়।
হয়তো দেখা হবে না, ফের কোনো দিন।
অভিলাষের প্লাবনে জেগে উঠবো হয়ে এক অশান্ত নির্জন ঢেউ।
ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি সহস্র বৎসর ধরে।
অভিলাষের প্লাবনে জেগে উঠবো হয়ে এক অশান্ত নির্জন ঢেউ।
ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি সহস্র বৎসর ধরে।
আঁখিদু'টি তোমায় দেখার নেশায় উম্মাদ,
বাতাসে তোমার গন্ধ ভাসে।
অতৃপ্ত অনুভূতি ছুঁতে চায় ঐ স্বলাজ দুনয়ন।
পারবে ছুঁতে? চরম শংকিত ........
আশংকার কড়াঘাত,
বেঁজে যায় দ্বারে বার বার।
বাতাসে তোমার গন্ধ ভাসে।
অতৃপ্ত অনুভূতি ছুঁতে চায় ঐ স্বলাজ দুনয়ন।
পারবে ছুঁতে? চরম শংকিত ........
আশংকার কড়াঘাত,
বেঁজে যায় দ্বারে বার বার।
বৃথা আস্ফালনে হবে জীবনের অবসান,
সাথে একগুচ্ছ ধূলিপড়া পত্র - অবারিত স্মৃতি
বিহঙ্গিনী, ধূলিপড়া পত্রেও নয়ন তোমার স্পষ্ট নক্ষত্রের মতো দৃশ্যমান।
ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি ; এক অমলিন স্মৃতিপট বক্ষে সাথে একগুচ্ছ ধূলিপড়া পত্র - অবারিত স্মৃতি
বিহঙ্গিনী, ধূলিপড়া পত্রেও নয়ন তোমার স্পষ্ট নক্ষত্রের মতো দৃশ্যমান।
Hossain Uchsas
Department of Pharmacy
NSTU
0 মন্তব্যসমূহ