কবিতা:- পরাবাস্ত সত্য


পরাবাস্ত সত্য
আজাদ বঙ্গবাসী

দেহ থেকে আত্মটাকে জমা
দিলে -পরাবাস্তবটাই
বাস্তব হয়
যারা সামনে এসে দাঁড়ায়
তাদের নাম অতীত
যাদেরকে সরানো যায় না
তাদের নাম অতীত
আর অতীতের যোগফলের
নাম বিচার দিবস।
এই সব জীবিত দিবস বলে
দেয় কেমন হবে দেহের
পরাবাস্তবের বাবস্তবতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ