ইনকা সভ্যতা


পেরুর ইতিহাসে বিখ্যাত সভ্যতার বয়স ১০০০ বছর। এটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ সভ্যতার যুগে নির্মিত শহর, ১৪৫০ সালে নির্মিত মাচুপিচু শহরের জন্য এবং এই শহর পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। এছাড়াও আরো অনেক শহর নির্মাণ করে। ১৫৭২ সালে স্প্যানিশদের আক্রমণে অন্যসব শহর ধ্বংস হলেও মাচুপিচু হয়নি। But it becomes an abandoned city as everyone fled. দীর্ঘ ৪০০ বছর পরে হিরাম নামক এক মার্কিনী ১৯১১ সালে শহরটি আবিষ্কার করেন। এই সভ্যতার political and administrative structure was the most sophisticated found among native peoples in the Americas. ইনকা সভ্যতার রাজধানী ছিলো Cusco. বর্তমানে এই সভ্যতা আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর পেরু জুড়ে রয়েছে। এই সভ্যতার দাপ্তরিক ভাষা ছিলো Quechua. তারা ভিরাকোচা নামক দেবতার পূজা করতো। সূর্য দেবতা ইন্তির পূজা করতো তারা। The Incas were a very small percentage of the total population of the empire, probably numbering only 15,000 to 40,000, but ruling a population of around 10 million persons. মাচুপিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৩০ মি. উপরে অবস্থিত। ১৯৮১ সালে মাচুপিচু UNESCO World Heritage Site অন্তর্ভূত হয় এবং ২০০৭ সালে এটি Seven Wonders of the World include হয়। এই সভ্যতা ছিলো হাজার হাজার বছর ধরে চলে আসা আন্দিয়ান সভ্যতার শেষ অধ্যায়। আন্দিয়ান সভ্যতা পৃথিবীর পাঁচটি আদিম সভ্যতার অন্যতম একটি।

লিখেছেন - সাজ্জাদ শিহাব ডিপ. ইংলিশ নোবিপ্রবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ