বাংলা ব্যাকরণ জন্ম লগ্ন থেকে সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর, এর থেকে ক্লিয়ার কোথাও পাবেন না আশা করিঃ ব্যাকরণ এর আদিভূমি গ্রিস, শুরু হয় প্লেটো র ব্যাকরণ চর্চা দিয়ে। তারপর পর্তুগিজ পাদ্রি ম্যানোয়েল দ্যা আস সুম্পাসাও। তার বই এর নাম Bocabulario em
Idioma Bengalla E portuguez . ভাষা ছিল পর্তুগিজ এবং রচিত হয় ১৭৩৪ সালে ঢাকার ভাওয়ালে। পরে ১৭৪৩ সালে পর্তুগাল এর রাজধানী লিসবন এ প্রকাশ হয়। বাংলা অক্ষর না থাকায় রোমান হরফে ছাপা হায়৷ তারপর ১৭৭৮ সালে হুগলি থেকে বাংয়া ব্যাকরণ ইংরেজি তে প্রকাশ করেন ইংল্যান্ডে র অধিবাসী এন.বি হ্যালহেড (ন্যাথানিয়েল ব্রাসি)। তার বই এর নাম A Grammar of the
bengali language. তারপর রাজা রামমোহন রায় প্রথম বাঙালি রচয়িতা। তার বই Bengali Grammar In
English language ইংরেজি ভাষায় ১৮২৬ সালে । তারপর ১৮৩৩ সালে স্কুল বুক সোসাইটির জন্য বাংলায় অনুবাদ করেন নাম দেন - গৌড়ীয় ব্যকরণ। এটি বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ এর বয়স ২৫০ এর বেশি। ১৭৩৪ থেকে হিসেব করলে ২৮০ বছর।
লিখেছেন - হোসাইন উচ্ছ্বাস ডিপ. ফার্মেসী নোবিপ্রবি
0 মন্তব্যসমূহ