ভাষার জন্ম থেকে গৌড়ীয় ব্যাকরণ


বাংলা ব্যাকরণ জন্ম লগ্ন থেকে সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর, এর থেকে ক্লিয়ার কোথাও পাবেন না আশা করিঃ ব্যাকরণ এর আদিভূমি গ্রিস, শুরু হয় প্লেটো ব্যাকরণ চর্চা দিয়ে। তারপর পর্তুগিজ পাদ্রি ম্যানোয়েল দ্যা আস সুম্পাসাও। তার বই এর নাম Bocabulario em Idioma Bengalla E portuguez . ভাষা ছিল পর্তুগিজ এবং রচিত হয় ১৭৩৪ সালে ঢাকার ভাওয়ালে। পরে ১৭৪৩ সালে পর্তুগাল এর রাজধানী লিসবন প্রকাশ হয়। বাংলা অক্ষর না থাকায় রোমান হরফে ছাপা হায়৷ তারপর ১৭৭৮ সালে হুগলি থেকে বাংয়া ব্যাকরণ ইংরেজি তে প্রকাশ করেন ইংল্যান্ডে অধিবাসী এন.বি হ্যালহেড (ন্যাথানিয়েল ব্রাসি) তার বই এর নাম A Grammar of the bengali language. তারপর রাজা রামমোহন রায় প্রথম বাঙালি রচয়িতা। তার বই Bengali Grammar In English language ইংরেজি ভাষায় ১৮২৬ সালে তারপর ১৮৩৩ সালে স্কুল বুক সোসাইটির জন্য বাংলায় অনুবাদ করেন নাম দেন - গৌড়ীয় ব্যকরণ। এটি বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ এর বয়স ২৫০ এর বেশি। ১৭৩৪ থেকে হিসেব করলে ২৮০ বছর।
 
লিখেছেন - হোসাইন উচ্ছ্বাস ডিপ. ফার্মেসী নোবিপ্রবি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ