লেখক হতে চায় অনেকেই কিন্তু সবাই লেখক হতে পারে না। কারণ লেখক হতে হলে কিছু বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়, কিছু বিশেষ গুণ থাকতে হয়। তবে এর সবগুলোই যে তুমি রপ্ত করতে পারবে তা কিন্তু নয়। কিছু বিষয় গঠনগতভাবে তোমার মধ্যে থাকতে হবে। চলো, লেখক হওয়ার এমন ১২টি মৌলিক গুণ সম্পর্কে জানা যাক-
১।
আচ্ছা… আমি কি লাইব্রেরি বা বইয়ের দোকান খুঁজে বেড়ানোর কথা বলেছি? তুমি যেখানেই যাও, বইয়ের দোকান খোঁজ করবে। শুধু এখন না, ছোটবেলা থেকেই কি তুমি বইয়ের পোকা, রাতে লুকিয়ে বই পড়ো ?২।
অজাগতিক বিষয়গুলো লেখার মধ্যে তুলে আনতে পছন্দ করো। যেমন ধরোঃ নদীর ঢেউয়ের সাথে তুমি এলোকেশীর চুলের মিল খুঁজে পাচ্ছ, এসব বিষয়গুলো বর্ণনা করবে।৩।
তুমি যা অনুভব করো ঠিক সেই অনুভূতিটাই কাগজে তুলে আনতে চেষ্টা করো। তোমার মন খারাপ থাকলে তুমি লিখতে বসো, মানসিক প্রশান্তি পাওয়ার জন্য।৪।
তুমি খুব গভীরভাবে আশেপাশের মানুষগুলোকে অবলোকন করো।৫।
তোমার গল্পের চরিত্রগুলো গল্প থেকে বেরিয়ে আসে এবং লেখার সময় তুমি তাদের দেখতে পাও, তাদের সাথে কথা বলো।৬।
এমন কি ঘটেছে কখনো, তুমি লিখতে বসেছো সন্ধ্যায় কিন্তু লেখায় এতটাই মগ্ন ছিলে যে, কখন রাতের খাবারের সময় হয়ে গেছে তা খেয়ালই করো নি?
তোমার মধ্যে লেখক হওয়ার মৌলিক গুণগুলো আছে
0 মন্তব্যসমূহ