কবিতা:- দাওয়াত


দাওয়াত
 - আজাদ বঙ্গবাসী

 আগুনের ঢেউ দাওয়াত দিলো
 কিছু বৃষ্টি নিয়ে যেতে
ঘুমের গায়ে আলতু হাত বুলিয়ে
 মানুষ তৈরির শিল্পে
 দিতে বলল সে সুখ সাঁতার
প্রতি বেশি সুন্দরী
 সারাদিন কানে গুঁজে রােখ পুরুষ
 সন্ধ্যায় তিন রাকাত নামায পড়ে
 ঘুমের কাছে জমা দেয় ব্যাশারে

এপাড়ায় কানের ভেতর দিয়ে
 মনের ভেতরে ঢুকে গেছে অনেক বেগানা যুবক

 দাওয়াতে যেতে যেনো দেরি না হয়
 বলে গেছে আমার কবুল পড়া আগুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ