কবিতা:- বিবর্ণ

স্বপ্ন সাঈদ আহমাদ

বিবর্ণ
স্বপ্ন সাঈদ আহমাদ
 উৎসর্গঃ- হোসাইন উচ্ছ্বাস-কে

 রঙ্গীন পৃথিবীর সবটাই আজ
 বড় বেশি বিবর্ণ লাগে।
 শুধু তুমি নেই বলে।

 ভেবেছিলাম ঘুঁচবে তোমার আমার
দুরত্বটা কোন একদিন।
 নাহ্, তা আর হলো না।
 দু'জনেই আজ ভিন্ন পথের পথিক মাত্র।

 চলার ইচ্ছে নেই, তবুও চলতে হচ্ছে-
হোসাইন উচ্ছ্বাস
পৃথিবীর নিয়মে, সৃষ্টিকর্তার ইচ্ছেতে।
 মনে পড়ে তোমায় ভীষণই বটে,
 শুধু আগের মতো তোমাকে
 পাওয়ার স্বপ্ন দেখি না।

 থমকে আছি সেই পুরনো স্থানেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ