গুপ্ত সাম্রাজ্য-ঃ
♣ প্রতিষ্ঠাতা- শ্রীগুপ্ত (উত্তরে শ্রীগুপ্ত না থাকলে চন্দ্রগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত উত্তর করতে হবে)
♦গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা- সমুদ্রগুপ্ত
♦গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা- সমুদ্রগুপ্ত
♦চন্দ্রগুপ্ত মৌর্যর রাজধানী- পাটলীপুত্র
♦সমুদ্রগুপ্তের মুদ্রা- অশ্বমেধ পরিক্রমা
♦ফা-হিয়েন ভারতবর্ষে আসেন- দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
♦দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি- বিক্রমাদিত্য, সিংহবীর
♦কালিদাস- গুপ্ত যুগের কবি
♦কালিদাসের মহাকাব্য- মেঘদূত
♣গুপ্তবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়)
শ্রীগুপ্ত> ঘটোৎকচ> প্রথম চন্দ্রগুপ্ত> নিশামুসগুপ্ত> সমুদ্রগুপ্ত> রামগুপ্ত> দ্বিতীয় চন্দ্রগুপ্ত> প্রথম কুমারগুপ্ত> স্কন্ধগুপ্ত> পুরুগুপ্ত> দ্বিতীয় কুমারগুপ্ত> বুদ্ধগুপ্ত> নরসিংহগুপ্ত বালাদিত্য> তৃতীয় কুমারগুপ্ত> বিষ্ণুগুপ্ত> বৈন্যগুপ্ত> ভানুগুপ্ত
[গুপ্ত বংশের পতনের পর বাংলায় এক অরাকজ অবস্থার উদ্ভব হয়। সে সময়ে কোন শক্তিশালী কেন্দ্রীয় শাসন না থাকায় বাংলার বিভিন্ন অঞ্চলে অনেকগুলো স্থানীয় শাসনকর্তার উদ্ভব হয় এবং তারা তাদের ইচ্ছেমত শাসন করতে থাকে। এই নেতৃত্বহীন অরাজক সময়টাকে ইতিহাসে ‘মাৎসান্যায়’ বলে অভিহিত করা হয়েছে। এ অরাজক অবস্থার অবসান হয় বাংলার প্রথম স্বাধীন সম্রাট শশাঙ্ক গৌড়ের সিংহাসনে বসলে। ধারণা করা হয়, তিনি বাঙালি বা স্থানীয় ছিলেন। সেই হিসেবে মুক্তিযুদ্ধের আগে শশাঙ্কই বাংলার সর্বশেষ বাঙালি অধিপতি
Sazzad Shihab
Department of English
NSTU
0 মন্তব্যসমূহ